ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক দুটি স্থান থেকে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো, ওই উপজেলার ভিকমপুর গ্রামের সেলিম শেখের ছেলে রবিউল ইসলাম (২১) ও নওখাদা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে সবুজ মুন্সি (২০)।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার রাতে পারিবারিক কলহের জেরে রবিউল ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে। এদিকে ওইদিন গভীর রাতে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় সবুজ মুন্সির লাশ দেখতে পায় পরিবারের লোকজন। রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং দুপুরের দিকে তাদের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ময়নাতদন্তের রিপোর্টে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,যুবক,ঝুলন্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত